পটুয়াখালীর বাউফলের ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়নকে কেন্দ্র করে বিদ্যালয়টির একজন শিক্ষককে হত্যার হুমকি দেয়ার ঘটনা ঘটেছে। জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী জাহাঙ্গীর হোসেন এই হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষক আলতাফ হোসেন। Altab মঙ্গলবার (৪ মার্চ) এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। ভুক্তভোগী শিক্ষক আলতাফ হোসেনের অভিযোগ, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে জেলা ও দায়রা জজ আদালতের পিপি জাহাঙ্গীর হোসেনের নাম প্রস্তাব না করার জেরে তাকে হুমকি দেয়া হয়েছে। এ সময় কুপিয়ে হত্যার হুমকি ও অশালীন ভাষায় তাকে গালমন্দ করেন জাহাঙ্গীর। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে থানায় জিডিও করেছেন বলে জানান তিনি। এদিকে, হুমকি প্রদান করা সেই কথোপকথনের রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরলে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। অন্যদিকে, কলরেকর্ডের সত্যতা স্বীকার করেছেন আইনজীবী জাহাঙ্গীর হোসেন বলেন, পাওনা টাকা সংক্রান্ত লেনদেন নিয়ে তিনি মুঠোফোনে হুমকি দিয়েছেন। যদিও কল রেকর্ডে লেনদেন সংক্রান্ত কোনো কথোপকথন...